January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 26th, 2023, 7:57 pm

সাদা শাড়িতে চমকে দিলেন মিমি

অনলাইন ডেস্ক :

মানুষ সৌন্দর্যের পূজারি। এক কথায় বলা চলে প্রায় সব বয়সের লোকেরাই সৌন্দর্যের পাগল। রুপ সচেতন মানুষের সব সময় তার প্রিয় অভিনেত্রী কিংবা অভিনেতাকে বিভিন্ন সাজগোজে পছন্দ করে থাকেন। আর তাই অভিনেত্রীরা ভিন্ন ভিন্ন সাজে সামাজিক মাধ্যমে ভক্ত ও অনুরাগীদের মাঝে নিজেকে উপস্থাপন করে থাকেন বিভিন্ন সময়ে। সোমবার এমন এক ছবি আবারও ইন্সটাগ্রাম পোস্ট করলেন মিমি চক্রবর্তী। ছবিতে দেখা গেছে, মিমির পাতলা শরীরে জড়িয়ে রয়েছে দুধ সাদা রংয়ের চিকনকারী শাড়ি। যা দেখতে খুবই দৃষ্টিনন্দন। পোস্ট করা এই ছবি যে কারও রাতের ঘুম কেড়ে নিতে পারে।

একই সঙ্গে তার স্লিভলেস চিকনকারি কাজের উপর তৈরি করা একটি অসাধারণ ব্লাউজ খুব সুন্দর মানিয়েছে। পাশাপাশি চুলটাকে খুব সুন্দর করে বেঁধেছেন এই অভিনেত্রী। শাড়ির সঙ্গে তার অসাধারণ মেকআপ,ঠোঁটে সুন্দর লিপস্টিক আর চোখের মেকআপ যেন আরো সুন্দর করে তুলেছে মিমি চক্রবর্তীকে।

ছবিতে আরও দেখা গেছে, কানে পরেছেন খুব সুন্দর একটি দুল, যা শাড়ির সঙ্গে ভীষণ মাননসই হয়েছে, তবে যেহেতু ঝোলা একটা বড় দুল পরেছেন। তাই বোধ হয়, মিমি চক্রবর্তী গলায় আর কিছু পরেননি, কারণ পুরো মনোযোগটাই যাতে দুলের ওপরে যায়। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোশুট করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি এই ছবিটি শেয়ার করার পরে প্রায় ২৫ হাজার রিয়েক্ট দিয়েছেন ভক্তরা। তিনি খুব সুন্দরভাবে শাড়ি পরেছেন যা দেখে কমেন্ট বক্সে প্রশংসার বন্যা বয়ে গেছে।