নিজস্ব প্রতিবেদক :
আসন্ন নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে রাখা হয়নি বাংলাদেশের ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি তার। মাঠে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে উপহাসের শিকার হন এই ডানহাতি ব্যাটসম্যান। এসব নিয়ে মুখ খুলেছেন মিঠুন। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে সমালোচনাকারীদের একহাত নিলেন মিঠুন। তিনি বলেন, ‘এটা (ট্রল) বেশ অপমানের ব্যাপার, যখন মানুষ আপনাকে ঠাট্টায় পরিণত করবে। প্রথমত, কারোরই এটা করার অধিকার নেই। মানুষ হিসেবে আপনি কখনোই এমনটি সমর্থন করতে পারেন না। আমি শুধু জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বলছি না। এটা সবার ক্ষেত্রেই হয়।’ তিনি আরো বলেন, ‘সিনিয়র ক্রিকেটাররা এটা (অনলাইন ট্রল) নিয়ে অনেক কথা বলেছে। তবে কিছুই পরিবর্তন হয়নি। আমাকে নিয়ে যারা উপহাস করে তারা ক্রিকেট কম বোঝে। আমি আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে রাখতে পারি। তবে আপনি কি সব কিছুকে উপেক্ষা করতে পারবেন? আপনার বন্ধুই আপনাকে এগুলো দেখিয়ে দেবে। আমি ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজের আগে দীনেশ কার্তিকের সঙ্গে বিরাট কোহলির সাক্ষাৎকার দেখেছি। আমি সেখানে কোহলির সঙ্গে একমত যে যারা তাকে অপমান করে তাদের তিনি কোনো গুরুত্বই দেন না।’ মাঠে পারফর্ম করেই সব সমালোচনার জবাব দিতে চান মিঠুন। তিনি বলেন, ‘এখানেই আমার ক্যারিয়ার শেষ নয়। আমার বয়সও বেশি হয়নি। আমি আমার খেলায় আরো মনোযোগী হতে চাই। রান করেই সব কিছুর জবাব দেব।’
আরও পড়ুন
শততম ম্যাচ উদযাপনে নেমে ইনজুরি, কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার
নাসির-তামিমার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ২৮ এপ্রিল আত্মপক্ষ সমর্থন
রিশাদের দখলে ‘ফজল মাহমুদ’ ক্যাপ, যা বলছেন অধিনায়ক আফ্রিদি