অনলাইন ডেস্ক :
সুইজারল্যান্ডের তারকা ফুটবলার জার্দান শাকিরি এত দিন খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। লিভারপুলের মধ্যমাঠের এই জাদুকর এবার পাড়ি জমালেন ফরাসি লিগে। ইংল্যান্ডে দুর্দান্ত ৩টি বছর কাটানোর পর তিন বছরের চুক্তিতে ফরাসি ক্লাব লিওঁতে যোগ দিলেন শাকিরি। সোমবার ক্লাব দুটি করে আলাদা বিবৃতিতে শাকিরির দলবদলের কথা জানিয়েছে। সুইজারল্যান্ডের ‘আলপাইন মেসি’ নামে পরিচিত অভিজ্ঞ এই ফুটবলারের জন্য প্রায় ৬০ লাখ ইউরো খরচ করতে হচ্ছে লিওঁকে। মঙ্গলবার নিজেদের সামাজিক মাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে শাকিরিকে বিদায় জানায় লিভারপুল। শাকিরি ২০১৮ সালে স্টোক সিটি ছেড়ে লিভারপুলে যোগ দেন। এরপর ক্লাবটির হয়ে বেশকিছু ম্যাচ গুরুত্বপূর্ণ সময়ে গোল করে দলকে বাঁচান। তিন বছরে অলরেডদের জার্সি গায়ে ৬৩ ম্যাচে গোল করেছেন ৮টি। তিন দশকের আক্ষেপ গুছিয়ে লিভারপুলের অধরা ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ী দলে ছিলেন শাকিরি। ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগ ছাড়াও জিতেছেন ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপের শিরোপাও।
আরও পড়ুন
বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ
প্রিমিয়ার লিগে সন্দেহজনক আউট নিয়ে তদন্ত করছে বিসিবি
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি জ্যোতির, বাংলাদেশের রেকর্ড সংগ্রহ