January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 24th, 2021, 8:04 pm

আফগানিস্তান-পাকিস্তান সিরিজ স্থগিত

অনলাইন ডেস্ক :

নানা প্রতিবন্ধকতা সামনে চলে আসায় শেষ পর্যন্ত বাতিলই হলো পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। মূলত লজিস্টিক সাপোর্টসহ নানা প্রতিবন্ধকতা থাকায় সিরিজটি আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার এমন সিদ্ধান্তের কথা জানায় দুই দেশের বোর্ড। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সিরিজটি মূলত আফগানিস্তানের হোম সিরিজ ছিল। সেটি শুরুতে হওয়ার কথা ছিল নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায়। কিন্তু লঙ্কায় করোনার হানায় ১০ দিনের লকডাউন ঘোষণা করা হয় শনিবার। এরপর সিরিজ পাকিস্তানে সরিয়ে নেওয়ার কথা জানানো হয়। তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার পর কাবুল থেকে সব ফ্লাইট বন্ধ রয়েছে। আফগানিস্তান দলের পরিকল্পনা ছিল সড়ক পথে পাকিস্তানে যাওয়া, এরপর দুবাইয়ের ফ্লাইট এবং সেখান থেকে শ্রীলঙ্কায় উড়ে যাওয়া। কিন্তু কোভিড-১৯ প্রটোকলে লজিস্টিক্যাল সমস্যায় পড়ে যায় তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ‘আফগান ক্রিকেট বোর্ডের অনুরোধ পিসিবি গ্রহণ করেছে। এখানে বিভিন্ন ইস্যু জড়িয়ে- খেলোয়াড়দের মানসিক অবস্থা, কাবুলে ফ্লাইট বন্ধসহ আরও অনেক কিছু।’ সেই আরও অনেক কিছুর মাঝে রয়েছে সম্প্রচার জটিলতাও। যে কারণে আর্থিকভাবে ক্ষতির বিষয়টিও তাদের ভাবিয়েছে। তাই আগামী বছরে সিরিজটি নতুন করে করার কথা বলা হয়েছে বিবৃতিতে। প্রসঙ্গত, সিরিজটি ছিল আফগানিস্তান-পাকিস্তানের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। পাশাপাশি সেটি ওয়ানডে সুপার লিগেরও অংশ।