January 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 24th, 2021, 9:17 pm

চট্টগ্রামে ৭৪ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৭৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটকরা সবাই পুরুষ। তারা সবাই রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে সেখানে বসবাস করছিল। মঙ্গলবার (২৪ আগষ্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ওসি আবদুল করিম। তিনি বলেন, আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন এলাকায় বেশকিছু রোহিঙ্গা বসবাস করছে- এমন সংবাদে গতকাল মঙ্গলবার ভোরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে সেখান থেকে ৭৪ রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।