জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘাঘর বাজারে আগুন লেগে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ ভয়াবহ অগ্নিকা- ঘটে। খবর পেয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় কোটালীপাড়া ফায়ার সার্ভিস প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় জননী ফার্মেসি, ত্রিনাথ বস্ত্রালয়, অনুপম বস্ত্রালয়, সাহা সু স্টোর, খন্দকার বুক হাউজ, সুমাইয়া গার্মেন্টস, ফ্যাশন পয়েন্ট ও ফ্রেন্ডস কম্পিউটারের দোকান পুড়ে ছাই হয়ে যায়। জননী ফার্মেসির মালিক পুলক সাহা বলেন, গত মঙ্গলবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে খবর পাই বাজারে আগুনে লেগেছে। বাড়ি থেকে বাজারে এসে দেখি ব্যবসা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ওষুধ ছিলো। ঘাঘর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, আগুন লাগার ঘটনায় প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। বেশিরভাগ ব্যবসায়ী ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা করছেন। তাদের ক্ষতির পরিমাণ আরও বেশি। উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে সাহা সু স্টোর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন
পাঠ্য বইয়ে অভ্যূত্থানের ইতিহাস বিকৃতি চেষ্টার প্রতিবাদে রংপুরে মানববন্ধন
কোম্পানীগঞ্জে নির্বাহী অফিসার’র নম্বর ক্লোন শিক্ষকের কাছে টাকা দাবি
বেরোবির ছাত্র সংসদ নির্বাচন