January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 21st, 2023, 8:32 pm

মেক্সিকোয় কার রেসিং শোতে বন্দুক হামলা, নিহত ১০

অনলাইন ডেস্ক :

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় বাজা রাজ্যে কার রেসিং শোতে বন্দুকযুদ্ধে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। স্থানীয় সময় গত শনিবার দুপুর আড়াইটার দিকে সান ভিসেন্ট শহরে কার রেসিং শোতে হামলার ঘটনাটি ঘটে। স্থানীয় প্রশাসন খবরটি নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, গত শনিবার দুপুর ২টা ১৮ মিনিটের দিকে একটি ধূসর রঙের ভ্যান থেকে বড় বন্দুক নিয়ে বেরিয়ে আসা কয়েকজন একটি গ্যাস স্টেশনে থাকা প্রতিযোগীদের লক্ষ্য করে গুলি ছোঁড়া শুরু করে।

খবর পাওয়া মাত্রই পৌরসভার ও রাজ্য পুলিশসহ কয়েকটি জরুরি সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এখনও হামলার কারণ জানা যায়নি। বন্দুক হামলায় তদন্তের জন্য একটি বিশেষ দল গঠনের কথা জানিয়েছেন রাজ্যের অ্যাটর্নি জেনারেল রিকার্ডো ইভান কার্পিও সানচেজ।