অনলাইন ডেস্ক :
পাকিস্তানে জ্বালানি কেন্দ্রে জঙ্গি হামলায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন পুলিশ ও দুজন বেসরকারি গার্ড রয়েছে। মঙ্গলবার (২৩ মে) উত্তর-পশ্চিম পাকিস্তানে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের। পুলিশ কর্মকর্তা ইরফান খানের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, আফগানিস্তান সীমান্তের হাঙ্গু জেলায় এমওএল পাকিস্তানি তেল ও গ্যাস কোম্পানিতে ৫০ জন জঙ্গি হামলা চালায়। এতে ছয়জন নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো দল হামলার দায় স্বীকার করেনি।
এ ছাড়া হামলার বিষয়ে জানতে কোম্পানির সঙ্গে ই-মেইলে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, পাকিস্তানি তালেবানসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠী বছরের পর বছর ধরে পাকিস্তানের উত্তর-পশ্চিমের দুর্গম পাহাড়ে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। নিজেদের রাষ্ট্রবিরোধী কর্মকা-ের অংশ হিসেবে এসব জঙ্গিগোষ্ঠী পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং অবকাঠামোর ওপর আক্রমণ চালিয়ে থাকে।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩