আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণ ঘটেছে বলে পেন্টাগন জানিয়েছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক টুইট বার্তায় বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে তাৎক্ষনিকভাবে জানা গেছে। বৃহস্পতিবার পেন্টাগনের প্রেস সচিব এ তথ্য জানিয়েছেন।
তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে শিশু রয়েছে। হামলায় তালেবানের অনেক নিরাপত্তা রক্ষীও আহত হয়েছে।
হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে বিস্ফোরণের খবর জানানো হয়েছে। ওই সময় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বৈঠক করছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩