বিএনপির জ্যৈষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন শুক্রবার রাতে নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ইউএনবিকে বলেন, গতরাতে বিএনপির এই নেতাকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি বলেন যে তিনি (মোশাররফ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন এবং বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
নিএনপির এই নেতার ছেলে মারুফ খন্দকার দেশের মানুষের কাছে তার বাবার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া চেয়েছেন।
—-ইউএনবি

আরও পড়ুন
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক ‘স্থায়ী বহিষ্কার’ হচ্ছেন
মিরপুর রোডে তিতাসের প্রধান ভালভ ফেটে গ্যাস সংকট, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা