অনলাইন ডেস্ক :
ঢাকায় একমাত্র টেস্টে বিশাল জয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে শুভ সূচনা করেছে বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজের পালা। যদিও সেই সিরিজের এখনো বেশ দেরি আছে। মাঝে আছে ঈদের ছুটি। নিজেদের প্রিয় ফরম্যাটে আফগানদের কঠিন চ্যালেঞ্জে ফেলার উদ্দেশ্যে বুধবার থেকেই প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামনেই ওয়ানডে বিশ্বকাপ, তাই এই ফরম্যাটের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ। বিশ্বকাপ দল তৈরিতে এই সিরিজগুলো বড় ভূমিকা রাখবে। তাই আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার বিশ্রাম দেওয়া হলেও ক্রিকেটাররা মিরপুরে এসে নিজেদের মতো করে অনুশীলন করছেন।
বুধবার থেকে পুরোদস্তুর অনুশীলন শুরু হয়ে চলবে ২৪ জুন পর্যন্ত। এরপর ঈদের ছুটিতে যাবেন ক্রিকেটাররা। ছুটি শেষে ২ জুলাই থেকে মূল ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফের শুরু হবে অনুশীলন। ৫ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ ৮ এবং ১১ জুলাই। ওয়ানডে সিরিজ শেষে দুই দল যাবে সিলেটে। সেখানে ১৪ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ।
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল