December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 19th, 2023, 8:56 pm

ঝিনাইদহে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৩৫

ঝিনাইদহের কালীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ৩৫ জন আহত হয়েছেন। সোমবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রায়গ্রাম ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন এলাকার মানুষকে কুকুরে কামড়ে জখম করে।

জানা যায়, কুকুরের কামড়ে আহত ১৭ জন কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, সকালে রায়গ্রামে সাদা রঙের একটি পাগলা কুকুর পথচারী, দোকানি, স্কুলছাত্রী ও শিশুদের কামড়াতে শুরু করে। স্থানীয়রা কুকুরটিকে ধাওয়া করলে সেখান থেকে হেলা, বলিদাপাড়া ও পৌরসভার নতুন বাজারসহ বিভিন্ন এলাকার মানুষকে কামড়ে আহত করে।

একপর্যায়ে কুকুরটি ধাওয়া খেয়ে পালিয়ে যায়। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আজগর আলী বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকজন রোগী এসেছেন। আমরা তাদের চিকিৎসা দিয়েছি।

তিনি আরও বলেন, দুইজনের কামড়ের আঘাত বেশি গুরুতর হওয়ায় তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।

—-ইউএনবি