December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 20th, 2023, 7:36 pm

ঠাকুরগাঁওয়ে বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির ‘গন্ধগোকুল’ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বিলুপ্তপ্রায় একটি বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। রবিবার (১৮ জুন) উপজেলার হোসেনগাঁও নিয়াপাড়া গ্রামের স্থানীয় আব্দুল বারেকের বাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করে রানীশংকৈল বনবিভাগের কর্মকর্তা।

পরদিন বীরগঞ্জ বন সার্কেলের কাছে হস্তান্তর করা হয়।

সূত্র জানায়, আব্দুল বারেক তার বাড়ির একটি ঘরে গত শনিবার রাতে হঠাৎ করে বিরল প্রজাতির একটি প্রাণিকে দেখতে পায়। প্রথমে এটিকে মেছো বাঘ ভেবে আতঙ্কে পড়ে যায় বারেকের পরিবার। পরদিন বাড়ির সকলে মিলে এটিকে কৌশলে ধরে লোহার শিকল দিয়ে পা বেঁধে রাখে।

রবিবার রাণীশংকৈল বনবিভাগের কর্মকর্তা শাহাজাহান আলীকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে এটিকে বিলুপ্তপ্রায় গন্ধগোকুল প্রাণি হিসাবে শনাক্ত করেন।

এদিন বিকালে তারা প্রাণিটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন এবং এটিকে বীরগঞ্জ বন সার্কেলের কাছে হস্তান্তর করেন।

রাণীশংকৈল উপজেলা বন বিভাগের কর্মকর্তা শাহাজাহান আলী বলেন, গন্ধগোকুল একটি অরক্ষিত প্রাণি। এরা নিশাচর।

তিনি বলেন, মূলত এরা ফল খেকো হলেও কীটপতঙ্গ ও শামুক খেয়ে জীবনযাপন করে। এছাড়াও এরা ইঁদুর খেয়ে ফসলের উপকার করে থাকে।

তিনি আরও বলেন, প্রাণিটিকে সুরক্ষিত অবস্থায় বীরগঞ্জ বন সার্কেলে পাঠানো হয়েছে। সেখানে সিংড়া বনায়নে এটিকে অবমুক্ত করা হবে।

—-ইউএনবি