অনলাইন ডেস্ক :
বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে থাইল্যান্ডে করোনাকালে আটকে পড়া আরো ২২জন বাংলাদেশী ও থাই নাগরিক বাংলাদেশে এসেছে।
ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় গত ২৮ আগস্ট বিমানের এ বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। সুবর্ণভূমি বিমানবন্দরে আটকে পড়া এ যাত্রীদের বিদায় জানান ব্যংককে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়।
বাংলাদেশ সরকারের বিদেশে আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফেরৎ আনার প্রতিশ্রুতির অংশ হিসাবে যাত্রীদের নিজ নিজ খরচের ভিত্তিতে এ বিশেষ বিমান পরিচালনা করা হয়।
ব্যাংককে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাই আটকে পড়া বাংলাদেশীদের প্রত্যাবাসনে সবধরনের সহায়তা করায় থাই সরকারকে ধন্যবাদ জানান।
করোনা মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ব্যাংককে বাংলাদেশ দূতাবাস ব্যাংকক-ঢাকা রুটে মোট ১৭টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।

আরও পড়ুন
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
মাদুরোর মতো পুতিনকে ধরে নিয়ে যাওয়ার হুমকি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর
আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার হুমকি ইরানের