জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :
ডামুড্যায় ট্রাকের সার্থে সংঘর্ষে সোমবার (১০ জুলাই) রুবেল (২৬) নামে এক তরুন নিহত হয়েছে। ইসলামপুর ইউনিয়নের কুতুবপুরে ডামুড্যা শরীয়তপুর সড়কে এ ঘটনাটি ঘটেছে। ট্রাকের চালকব এ সময় পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলেও ডাক্তার ঢাকা মেডিক্যাল কলেজে রেফার করলে সেখানে তিনি মারা যায়।
জানা যায় ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের ০৫নং ওয়ার্ডেও মতু সিকদারের ছেলে রুবেল সিকদার। বুড়িরহাট থেকে মোটরসাইকেলে আসার পথে ডামুড্যা থেকে আনলোড ট্রাক যাওয়ার পথে এই ঘটনা ঘটে। আশেপাশে লোকজন জানান রুবেল অনলাইনে ব্যবসা করতেন।
আরও পড়ুন
বড়লেখা সীমান্তে বিএসএফের ১৬ জনকে পুশইন
রংপুরে প্রকৌশলীকে জবাইয়রে হুমক:িআইইবরি মানববন্ধন ও সাংবাদকিসম্মলেন
এসপিজিআরসি’র প্রধান পৃষ্টপোষক এম. নাসিম খাঁনের ২০তম মৃত্যু বার্ষিকী পালিত