রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রধান স্কাউট হিসেবে শপথ নিয়েছেন। রবিবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান এবং স্কাউট ব্যাজ পরিয়ে দেন।
এছাড়াও রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে স্বাতন্ত্র্যসূচক স্কাউট স্কার্ফ পড়িয়ে দেন বাংলাদেশ স্কাউটস সভাপতি মো. আবুল কালাম আজাদ।
পরে বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও প্রধান জাতীয় কমিশনার বাংলাদেশ স্কাউটসের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অবহিত করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সংযুক্ত সচিব মো. ওয়াহিদুল ইসলাম খানসহ স্কাউটস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
—–ইউএনবি
আরও পড়ুন
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী
৭২ ঘন্টার মধ্যে হত্যা মামলার আসামী গ্রেফতার