Tuesday, July 18th, 2023, 7:49 pm

মিরপুর বাঙলা কলেজের সামনে বিএনপির পদযাত্রায় হামলা

রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে বিএনপির এক দফা দাবিতে পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে।

এক দফা আন্দোলনের অংশ হিসেবে বেলা ১১টা ২০ মিনিটের দিকে গাবতলী থেকে পুরান ঢাকার দিকে যাত্রা শুরু করে বিএনপি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১২টার দিকে পদযাত্রাটি মিরপুর কলেজের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তাদের ওপর হামলা চালায়।

পরে একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল ও একটি সাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

তবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও বিএনপির পদযাত্রা অব্যাহত রয়েছে।

—-ইউএনবি