বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন ছাত্রী নিবাসের একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিশ্ববিদ্যালয়টির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ জুলাই) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনের পেছনে মোল্লা ছাত্রী নিবাসের (রোকেয়া হল নামে পরিচিত) কক্ষ থেকে রিবনা শাহারিন নামে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাসা পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলায়।
প্রত্যক্ষদর্শী ও সহপাঠী সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ওই শিক্ষার্থীর পরীক্ষা ছিল। সেদিন পরিবারের ও এক সহপাঠীর সঙ্গে তার শেষ কথা হয়৷ ৩ দিন মেয়ের খোঁজ না পাওয়ায় বুধবার রিবনার মা, চাচা দরজা আটকানো অবস্থায় দেখে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান৷
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা৷ বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে এসেছি। জানতে পেরেছি, সে তার কক্ষে একা একাই থাকতো। তাই আশেপাশে আমাদের অনেক শিক্ষার্থী থাকার পরও বিষয়টি অনুমান করা যায়নি।’
এ ব্যাপারে বরিশাল মহানগর বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
—ইউএনবি
আরও পড়ুন
ডেঙ্গুতে ঢাকায় আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৭
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িক ‘কারাগার’ ঘোষণা