January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 20th, 2023, 3:43 pm

কলাপাড়ায় শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া):

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা এ কর্মসূচী পালন করেন। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে সমাবেশের সভাপতিত্ব করেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন। এসময় বক্তব্য রাখেন শিক্ষক মো.জুনায়েদ হোসেন খান, মো.শাহাজুল ইসলাম শিক্ষক মো.ইউসুফ আলী,আল এমরান হারুন,আখতারুজ্জামান,মো.আতাজুল ইসলাম, মোসা.সালমা কবির, মোস্তাফিজুর রহমান,রুমান মোল্লা,ফেরদাউস ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা ১০০০ টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা দেয়ার প্রতিবাদ জানান এবং সারা দেশের শিক্ষকদের এক দফা দাবি মেনে নেয়ার আহবান জানান প্রধানমন্ত্রীর কাছে। এছাড়া সম্মিলিত ভাবে বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজিত জাতীয়করনের লাগাতার আন্দোলনে যোগ দেয়ার লক্ষ্যে ঐক্যমত পোষণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মোয়াজ্জেম হোসেন।