রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত কমিশনার মোছা. আছিয়া খাতুন।
রবিবার (২৩ জুলাই) দুপুরে বঙ্গভবনে তিনি সাক্ষাৎ করেন।
এ সময় রাষ্ট্রপতি বলেন, দেশ ও জাতির স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
দুর্নীতি উন্নয়নের বড় বাধা উল্লেখ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আরও বলেন, উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে সমাজের সকল ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন প্রজন্মের মধ্যে পারিবারিকভাবে দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তোলার ওপর জোর দেন।
এছাড়া রাষ্ট্রপতি দেশব্যাপী দুর্নীতি দমনে কমিশনের পাশাপাশি দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে নতুন দুদক কমিশনার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির নির্দেশনা কামনা করেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
—-ইউএনবি

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক