মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শেষ বিমানটি আফগানিস্তান ছাড়ার মধ্য দিয়ে দেশটিতে ২০ বছরের যুদ্ধের অবসান ঘটল।
এর আগে মার্কিন প্রেসিডন্টে জো বাইডেন ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে তাদের সব সৈন্য প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন। তার ঘোষণা অনুযায়ী সময়সীমার কয়েক ঘণ্টা আগেই মার্কিন সামরিক বাহিনীর শেষ বিমান কাবুল ত্যাগ করেছে। চলতি মাসের মাঝামাঝিতে তালেবান কাবুল দখলের পর আমেরিকা তাদের নাগরিকসহ অন্যান্য দেশ ত্যাগে ইচ্ছুক মানুষদের নিরাপদে সরিয়ে নিয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি বলেছেন, শেষ বিমানটি ওয়াশিংটন সময় বিকাল ৩.২৯ মিনিটে কাবুল বিমানবন্দর ত্যাগ করে।
তিনি বলেন, কিছু আমেরিকান নাগরিক সম্ভবত কয়েক শত আফগানিস্তানে এখনও রয়েছে। আমি বিশ্বাস করি যে তারা সময় মত দেশ ত্যাগ করতে সক্ষম হবে।
যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, আফগানিস্তানে থাকা আমেরিকানদের সংখ্যা সম্ভবত ১০০ এর কাছাকাছি হবে। যুক্তরাষ্ট্র তাদের সরিয়ে আনার কাজ চালিয়ে যাবে।
তিনি সামরিক নেতৃত্বাধীন লোকদের নিরাপদে সরিয়ে নেয়াকে বীরত্বপূর্ণ এবং ঐতিহাসিক বলে প্রশংসা করেছেন।
এর আগে বাইডেন বলেছেন, সামরিক কমান্ডাররা সর্বসম্মতিক্রমে বিমান চলাচল বন্ধ করার পক্ষে মত দিয়েছেন, ফলে ৩১ আগস্টের পর সময় আর বাড়ানো হয়নি।
গত ২০ বছরে আফগান যুদ্ধে ২ হাজার ৪০০ এর বেশি আমেরিকান মানুষের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে।
—ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল
মেট্রোরেল সেবা ভ্যাটমুক্ত ঘোষণা,কমবে ভাড়া