January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 26th, 2023, 9:17 pm

ইয়েমেনে পৃথক বিস্ফোরণে নিহত ১৫

অনলাইন ডেস্ক :

ইয়েমেনে বছরের পর বছর ধরে চলা যুদ্ধের অবিস্ফোরিত একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে আটজন নিহত হয়েছে। এদের অধিকাংশ একই পরিবারের সদস্য। এ ছাড়া দেশটিতে পৃথক দুটি বোমা হামলায় সাত সৈন্য নিহত হয়েছে। বুধবার (২৬ জুলাই) ইয়েমেনের সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। নাম প্রকাশ না করার শর্তে সরকারি এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, যুদ্ধের সময় বাড়ির ভেতরে ফেলে যাওয়া একটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার সময় সেটির বিস্ফোরণে আটজনের প্রাণহাণি ঘটে। এ বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও তাদের পাঁচ সন্তান নিহত হয়েছে।

এ ঘটনায় ওই বাড়ির ভেতরে থাকা আরেক ব্যক্তি প্রাণ হারায়। অপর এক নিরাপত্তা কর্মকর্তা এ বিস্ফোরণের ঘটনায় আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় মারিব এলাকায় মঙ্গলবার এ বিস্ফোরণ ঘটে। ইরানপন্থি হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেওয়ায় ২০১৪ সালে ইয়েমন সংঘাত শুরু হয়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট পরের বছর দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া সরকারের পক্ষে হস্তক্ষেপ করে। ইয়েমেনে যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লাখো মানুষ প্রাণ হারিয়েছে। খাদ্য ঘাটতির অভাবে সেখানে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

এদিকে সরকারি বাহিনীর এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সন্ধ্যায় এক পৃথক ঘটনায় প্রধান সড়কে হুতি বিদ্রোহীদের পেতে রাখা দুটি বোমা বিস্ফোরণে চার ইয়েমেনি সৈন্য নিহত হয়েছে। তাইজের কাছের একটি যুদ্ধ ফ্রন্ট থেকে ফেরার সময় এ দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এক সামরিক কর্মকর্তা জানান, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ানে গত মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় দুই কর্মকর্তা ও এক সৈন্য নিহত হয়। হামলাকারীরা আল-কায়েদার সদস্য বলে ধারণা করা হচ্ছে।