অনলাইন ডেস্ক :
দীর্ঘদিন ধরেই অভিনয় জগতে আবদুর নূর সজল। বর্তমানে তিনি সিনেমা, নাটক ও ওয়েবে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে দিলশাদ নাহার কনাও দীর্ঘ সময় ধরেই গানের জগতে রয়েছেন। চলচ্চিত্র ও অডিওতে এরইমধ্যে উপহার দিয়েছেন অনেক শ্রোতাপ্রিয় গান। শো নিয়েও চলছে তার ব্যস্ততা। এবার সজল ও কণা এক হলেন। তবে কোনো নাটক কিংবা সিনেমায় নয়। একটি মিউজিক ভিডিওতে কনার বিপরীতে দেখা যাবে সজলকে। কনার গাওয়া এ গানটির শিরোনাম- ‘তোমাকে ভেবে’। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন পুণম। আর গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। এখানে কণা ও সজল একসঙ্গে পারফরম করেছেন।
গানটি আগামীকাল রঙ্গন মিউজিকের ব্যানারে প্রকাশ হবে। এ প্রসঙ্গে কণা বলেন, সুন্দর একটি গানের সঙ্গে দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও কিন্তু এখন শ্রোতা-দর্শকদের দাবি। সেই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেই এ কাজটি করা। ‘তোমাকে ভেবে’- গানটির কথা-সুর অসাধারণ। পাশাপাশি এখানে সজল মডেল হিসেবে কাজ করেছেন আমার বিপরীতে। খুব আনন্দ নিয়ে শুটিং করেছি আমরা। আমার বিশ্বাস আমাদের রসায়ন পছন্দ করবেন দর্শক। এদিকে সজল বলেন, মাঝেমধ্যে ভিন্নধর্মী কাজ করতে ভালোই লাগে। নাটক-সিনেমার পাশাপাশি তাই মনের মতো হলে কাজ করি। এবারই তাই হয়েছে। কণা চমৎকার গায়। এ গানটিও তেমনই গেয়েছে। অন্যরকম আবহে এর ভিডিও ধারণ হয়েছে। আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে।
আরও পড়ুন
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
২০২৫ সালে বলিউডের সুনজর যেসব সিনেমায়
বছরের শেষ পুরস্কার উঠলো যাদের হাতে