January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 28th, 2023, 8:36 pm

রিয়ালের কাছে ২৫০ মিলিয়ন চায় পিএসজি

অনলাইন ডেস্ক :

এই গ্রীষ্মে বিক্রির জন্য কিলিয়ান এমবাপ্পের মূল্য ২৫০ মিলিয়ন ইউরো নির্ধারণ করে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এমবাপ্পেকে কেনার দৌঁড়ে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ এই মূল্য অনেক বেশি মনে করছে। সত্যি বলতে এটা যেন তাদের প্রত্যাশার ঢের বেশি। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা এক প্রতিবেদনে জানায়, লস ব্লাঙ্কোরা কমানোর চেষ্টা করবে। প্রতিবেদনে বলা হয়, এই দল বদলের নাটক অনেকটাই সমাপ্তির দিকে। অন্য যে কোন সময়ের তুলনায় এমবাপ্পের দলবদলের বিষয়টি আরও ঘনিভূত হচ্ছে। এমবাপ্পেকে দলে ভেড়াতে রিয়াল এতটাই মরিয়া যে পিএসজি যদি এই ফি না কমায়, তাহলে আরও এক বছর অপেক্ষা করতেও রাজি আছে স্প্যানিশ জায়ান্টরা।

এমবাপ্পেও অপেক্ষার জন্য রাজি। তবে কিছুটা ঝুঁকি থেকেই যাচ্ছে। কারণ যে কোন সময় সিদ্ধান্ত পাল্টানোর অভ্যাস রয়েছে ফরাসি তারকার। যেমনটি ঘটেছিল এক বছর আগে। প্রাথমিক ভাবে রিয়াল মাদ্রিদের পরিকল্পনা ফ্রি এজেন্ট এমবাপ্পেকে দলভুক্ত করা। তবে করিম বেনজেমা সৌদি আরবে পাড়ি জমানোয় দলটি আক্রমণভাগ নাজুক পরিস্থিতিতে পড়েছে। যে কারণে আগামী মৌসুমের তিনটি শিরোপা জয়ের লড়াইয়ে নামতে হলে এমবাপ্পের দলভুক্তি অপরিহার্য্য হয়ে পড়েছে রিয়াল মাদ্রিদের জন্য।