নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর মোহনায় প্রবল ঝড় ও ঢেউয়ের কবলে পড়ে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার ৫৮ জেলেসহ ৫টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
এতে অর্ধশতাধিক জেলের মধ্যে ৫২ জেলে উদ্ধার হলেও ৬ জেলে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১১টার দিকে নোয়াখালীর হাতিয়ার উড়িরচরের পূর্বপাশে সাগর মোহনায় ও সাঙ্গু গ্যাসফিল্ড সংলগ্ন সাগর মোহনায় এই ট্রলারডুবির ঘটনা ঘটে।
ডুবে যাওয়া ট্রলারগুলো হলো- উপজেলার হাজিরহাট ইউনিয়নের মৎস্য আড়তদার মাইনুদ্দিনের ট্রলার এফবি মায়ের দোয়া, মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের মৎস্য আড়তের লতিফ মাঝির ট্রলার, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পঁচাকোড়ালিয়া ঘাটের ইউনুচ বলির ট্রলার, সূর্যমুখী ঘাটের জান্টু মাঝির ট্রলার, উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টারহাট খালের জামাল মাঝির ট্রলার।
জানা গেছে, সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সাগর মোহনায় ও হাতিয়ার উড়িরচরের পূর্বপাশে সাগর মোহনায় জাল ফেলে মাছ শিকার করছিল মনপুরার একাধিক ট্রলারের জেলেরা।
নিন্মচাপের প্রভাবে প্রবল ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে ট্রলারের তলা ফেঁটে ডুবে যায় ৫ ট্রলার। ডুবে যাওয়া ট্রলারে থাকা জেলেদের অন্যান্য ট্রলার উদ্ধার করলেও মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের মৎস্য আড়তের লতিফ মাঝির ট্রলারের ৬ জেলে নিখোঁজ রয়েছে।
এদিকে সাগর মোহনায় মাছ শিকারে থাকা মনপুরার আরও শতাধিক ট্রলার সন্ধীপ, হাতিয়া ও চট্রগামে নিরাপদ আশ্রয় নিয়েছেন বলে ট্রলারের মালিকরা জানিয়েছেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, সাগর মোহনায় মনপুরার ৫টি ট্রলার ডুবে যায়। এর মধ্যে মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের মৎস্য আড়তের লতিফ মাঝির ট্রলারে থাকা ১০ জেলে মধ্যে এখনো ৬ জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
—-ইউএনবি
আরও পড়ুন
মিটফোর্ডে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: আসিফ নজরুল
কক্সবাজারে আরও দেড় লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে : জাতিসংঘ
হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা