জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট নগরীর কালীবাড়িতে টিলা কাটার দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ভোর ৫টায় দিকে নগরীর ৮নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে জানান পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচারলনা করেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা।
দণ্ডিত মো. বিলাল মিয়াকে (৪৮) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, আলী আজগর (২০) এবং সাহানুর মিয়াকে (৩৭) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এমরান হোসেন বলেন, “বেআইনিভাবে টিলা কাটার কাজে ব্যবহৃত দুইটি ট্রাক ও একটি এক্সকেভেটর জব্দ করা হয়েছে।
“এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে বিলাল মিয়া, আলী আজগর এবং সাহানুরকে বিভিন্ন মেয়েদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।”
টিলা কর্তনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা নমুনা সংগ্রহকারী হরিপদ চন্দ্র দাশ, সিলেট বিভাগীয় কার্যালয়ের গবেষণাগার সহকারী জনাব মুহাম্মদ শাহাদাৎ হোসেন ও জালালাবাদ থানার এসআই মহবুবুল করিমসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ