অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে করোনার সংক্রমণ বাড়ছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, করোনার কারণে গড়ে প্রতিদিন ৩’শ শিশুকে ভর্তি করা হচ্ছে হাসপাতালে।
টেনেসি অঙ্গরাজ্যে শনাক্তের ৪০ শতাংশেরই বয়স ১৮’র নিচে। আশঙ্কাজনক সংক্রমণের মধ্যেই নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হতে যাচ্ছে দেশটিতে।
শিশুদের মধ্যে উল্লেখযোগ্য ভাবে করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে দেশ বর্তমানে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে এক মারাত্মক পর্যায়ে এসে পৌঁছেছে।১২ বছরের কম বয়সী শিশুরা এখনো টিকার জন্য যোগ্য নয়। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন ১৬ বছরের কম বয়সীদের জন্য টিকার অনুমোদন দেয়নি এখনো। ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুরা জরুরী অনুমোদনের অধীনে ফাইজার-বায়োটেক টিকা পেতে পারে।
আরও পড়ুন
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত
সিগারেট খাওয়া ক্ষতিকর, সেটা নিষিদ্ধ হোক : শাহরুখ খান
ইসলামে সম্মানিত মাস রজব