January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 16th, 2023, 12:48 pm

ডেমরা প্রেসক্লাবের উদ্যোগে ৪৮তম জাতীয় শোক দিবসের আলোচনা দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক :

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ডেমরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে, সাধারন সম্পাদক সেলিম নিজামী এবং দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় মঙ্গলবার স্টাফ কোয়ার্টার সমতট টাওয়ারে শোক সংগীত, আলোচনা সভা, দোয়া, মোনাজাত ও ভোজের মধ্য দিয়ে উদযাপন করা হয়, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।

আয়োজনে উপস্থিত ছিলেন, ইংরেজী দৈনিক নিউ নেশনের সহকারী সম্পাদক এআর ফররুখ আহমেদ খসরু, দৈনিক আমাদের কন্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ, দৈনিক শিক্ষা ডটকমের প্রকাশক ও সম্পাদক সিদ্দিকুর রহমান, দৈনিক মানবকন্ঠের জেনারেল ম্যানেজার মো. ওমর ফারুক, ডেমরা প্রেসক্লাবের সহ সভাপতি এমএ সিদ্দিক মিয়া, হুমায়ুন কবীর, যগ্ম সাধারন সম্পাদক রেজাউল ইসলাম, ফারুকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজীব হোসেন রাজু, কার্য নির্বাহী সদস্য শরীফ আহমেদ, নাসির মিয়া, মিজানুর রহমান, সাধারন সদস্য বিমল সরকার, রনি তালুকদার, নাজমুল হাসান, এআর হানিফ, আজাদ মিয়া, আজাদ হোসেন, খোরশেদ মিয়া, নুরুজ্জামান প্রমুখ।