জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের যাদুরগুল এলাকায় মোবাইল গেইমে আসক্ত হওয়ায় ১২ বছরের শিশুকে হত্যা করেছে তার মা। এ ঘটনায় মা সোহানা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ১৬ আগষ্ট বুধবার সকালে শিশু আবির হাসান জয় মোবাইলে গেম খেলছিল। এসময় তার মা সোহানা গেম খেলা দেখে নিজ সন্তানের গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে। খবর পেয়ে পুলিশ মাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার অভিযোগে শিশুর বাবা আসলাম আলী মামলা করার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন
সুচিত্রা সেনের ১১তম প্রয়াণ দিবস পালন
কোম্পানীগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
ব্রাজিল দূতাবাসের সাথে রংপুর চেম্বার নেতৃবৃন্দের মত বিনিময় সভা