বাগেরহাটের দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তিন বাইক আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার(২৪ আগস্ট) রাতে রামপাল উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগেরহাট জেলার রামপাল উপজেলার শংকর নগর গ্রামের বাসার শেখের ছেলে এনামুল (২৬), বেলাই এলাকার মোতাছেরের ছেলে আরিফ (২৭) এবং ফকিরহাট উপজেলার লাখপুর গ্রামের শুকুর আলীর ছেলে সাইফুল (৩০)।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম জানান, রাত ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় ট্রাকটি বিপরীত দিক থেকে আসা বাইককে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি বলেন, ট্রাকটি জব্দ এবং এর চালক ও সহকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
—-ইউএনবি
আরও পড়ুন
ঘুরে আসুন সুযোগ পেলেই বিশ্বের অন্যতম সুন্দর ৭ স্থানে
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
দেশে ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত