January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 27th, 2023, 8:15 pm

‘‘১৯৭১ সেইসব দিন’ সপ্তাহজুড়ে দুটি করে শো

অনলাইন ডেস্ক :

দেশের বৃহৎ মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে বসুন্ধরা শাখায় আফরান নিশোর ‘সুড়ঙ্গ’ সিনেমার কোনো শো এ সপ্তাহে নেই। গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমার শোও চলতি সপ্তাহে ছিল না। কিন্তু দর্শক আগ্রহে শনিবার থেকে সিনেমাটির দুটি করে শো চালু হয়েছে। স্টার সিনেপ্লেক্সের প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলছেন, ‘শনিবার আমাদের শোগুলোকে দর্শক আগ্রহে নতুন করে সাজানো হয়েছে।

এদিন থেকেই ‘‘১৯৭১ সেইসব দিন’ সপ্তাহজুড়ে দুটি করে শো চলবে। একটি দুপুরে ও একটি সন্ধ্যায় রাখা হয়েছে।’’ সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি নির্মিত হয়েছে প্রয়াত নন্দিত অভিনেতা ও নাট্যকার ড. ইনামুল হকের গল্প অবলম্বনে। এটি পরিচালনা করেছেন তারই বড় মেয়ে অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক।

১৯৭১ সাল বলতে আমাদের সামনে যে দৃশ্য ভেসে আসে, এর বাইরেও ছিল অভিজাত সম্প্রদায়ের জীবন। মূলত সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এই সিনেমার গল্প। ‘১৯৭১ সেইসব দিন’ এ আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, সাজু খাদেমসহ অনেকে।