January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 28th, 2023, 7:20 pm

চাঁদপুরে ৪৫০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৫০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।

রবিবার (২৭ আগস্ট) বিকালে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গোপনে খবর পেয়ে, শনিবার (২৬ আগস্ট) দিনগত গভীররাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্য ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ হরিণা ফেরিঘাটে যৌথ অভিযান পরিচালনা করে এসব চিংড়ি জব্দ করেন।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন, চাঁদপুর কর্তৃক জেলার হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সাতক্ষীরা থেকে চট্রগ্রামগামী দুইটি যাত্রীবাহী বাস তল্লাশি করে আনুমানিক ৪ হাজার ৫০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এগুলো এভাবে গোপনে পাচার হচ্ছিল।

এ সময় জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে উপস্থিতি ছিলেন চাঁদপুর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি কোস্টগার্ড অফিস চত্বরের মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

—-ইউএনবি