January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 1st, 2023, 9:17 pm

কক্সবাজারে ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, ১১ জেলে দগ্ধ

কক্সবাজার বাজার শহরের নুনিয়াছড়া ৬নং ঘাটে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জেলে দগ্ধ হয়েছেন। শুক্রবার (১সেপ্টেম্বর ) সকাল ১০টার দিকে কক্সবাজার সদরের নুনিয়াছড়া ৬নং ঘাটে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- নৌকার মাঝি, শফিক(২৭),দিল আহমেদ(৩৪)। তবে তাৎক্ষণিক বাকি ৯ জনের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান।

পৌর কাউন্সিল বলেন, বঙ্গোপসাগর থেকে ইলিশ ধরে তারা ৬নং ঘাটে আসছিল। হঠাৎ একটি বিকট শব্দ হয়। নোঙর করা অবস্থায় নৌকায় থাকা রান্না করার গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে নৌকায় থাকা ১১ জেলে আগুনে ঝলসে যায়। ওই সময় পাশে থাকা জেলেরা তাদের উদ্ধার করে ঘাটে পৌঁছে দেয়।

ভুক্তভোগী নৌকার মাঝি দুলাল জানান, তরকারি গরম করছিল ঐ সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আমিসহ নৌকার ১১ জন গুরুতর আহত হয়। আমাদের মধ্যে অনেকেরই অবস্থা খারাপ। তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত ব্যক্তিদের মধ্যে দগ্ধ আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

কক্সবাজার মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

—ইউএনবি