বাগেরহাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের ব্যবসায়ী সোহেল ফরাজী (৩৭) এবং তার মেয়ে নওরীন আক্তার (৫)।
আহতরা হলেন- সোহেল ফরাজীর স্ত্রী মিমি আক্তার (৩২) এবং ছেলে নওসীন ফরাজী (১০)। গুরুত আহত অবস্থায় তাদের ২ জনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক ট্রাকচালক শাজাহান সরদারের (৩৮) বাড়ি সাতক্ষীরা জেলার সদর উপজেলার কাশেমপুর গ্রামে।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ব্যবসায়ী সোহেল ফরাজী, তার স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে একটি মোটরসাইকেলযোগে শরণখোলা থেকে খুলনায় যাচ্ছিলেন। পথে পিলজংগ এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ওই মোটরসাইকেল আরোহী ৪ জন গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, দ্রুত তাদের উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোহেল ফরাজী এবং তার মেয়ে নওরীন আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় সোহেল ফরাজীর স্ত্রী এবং ছেলেকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি বলেন, পুলিশ ট্রাক জব্দ করেছে এবং চালককে আটক করেছে। শুক্রবার ২ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
—-ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত