বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের একটি অংশের রেললাইনে অবরোধের কারণে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর রবিবার (৩ সেপ্টেম্বর) বিকালে ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে ফের রেল যোগাযোগ শুরু হয়েছে।
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা তাদের চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর মালিবাগ এলাকায় সকাল ১০টা থেকে রেল লাইনে বসে বিক্ষোভ শুরু করেন। ফলে ঢাকা ও দেশের বাকি অংশের মধ্যে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায।
তিনি আরও জানান, বেলা আড়াইটার দিকে সাড়ে চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।
যোগাযোগ করা হলে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ইউএনবিকে বলেন, দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করায় তাদের চাকরি স্থায়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই।
শ্রমিকদের দাবিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ হলেই তিনি কর্মী নিয়োগের সুপারিশ করবেন।
—-ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন