অনলাইন ডেস্ক :
ইউরোপ ছেড়ে সৌদি প্রো লিগে যোগ দিলেও গোল করার ধার কমেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। এই মৌসুমে দারুণ ফর্মে থাকা রোনালদো ৪ ম্যাচে ৬টি গোল সহ ৪টি অ্যাসিস্ট করেছেন। গত শনিবার সৌদি প্রো লিগে আল-হাজমের বিপক্ষে ক্যারিয়ারের ৮৫০তম গোল করেছেন তিনি। এই ম্যাচে ৫-১ গোলের বড় ব্যবধানে জয় পায় আল নাসর। দলের পক্ষে চতুর্থ গোল করে এই মাইলফলক স্পর্শ করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। ম্যাচে শুধু গোলই করেননি, তিনি দুটি গোলে সহায়তাও করেছেন রোনালদো।
মাইলফলক ছোঁয়া পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলছেন, ‘আরও একটি দলীয় পারফরম্যান্স। আমরা উন্নতি করছি। এগিয়ে চলো আল নাসর।’ এরপর নিজের মাইলফলক নিয়ে রোনালদো আরও বলেছেন, ‘ক্যারিয়ারের ৮৫০তম গোল এবং আরও আসছে।’ গত মৌসুমে সাবেক এই রিয়াল তারকা কাটিয়েছিল চরম হতাশায়। একটা বছর কাটিয়েছেন কোনো শিরোপা ছাড়াই। তবে এই মৌসুমে তিন ম্যাচে ৬ গোল করে আল নাসরের সমর্থকদের মনে আশা ফিরিয়ে এনেছেন এই পর্তুগিজ মহাতারকা।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর