নিজস্ব প্রতিবেদক:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারতে ফ্লাইট পরিচালনার জন্য নতুন ফ্লাইট সূচি ঘোষণা করেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় রবিবর (০৫ সেপ্টেম্বর) থেকে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।
ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে নতুন সময়সূচির বিষয়ে বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ), তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
আগামী মঙ্গলবার হতে ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে দুই দিন, মঙ্গলবার ও বৃহস্পতিবার, ফ্লাইট পরিচালনা করবে বিমান। পাশাপাশি আগামী বুধবার (৮ সেপ্টেম্বর) হতে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুই দিন, রবিবার ও বুধবার, ফ্লাইট পরিচালনা করা হবে।
বিমানের যে কোন সেলস্ অফিস, কল সেন্টার- ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ রুটের টিকেট সংগ্রহ করা যাবে।
ঢাকা থেকে কলকাতা রুটে কানাডার ডি হ্যাভিল্যান্ড কর্তৃক তৈরিকৃত অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ যাত্রীসেবায় ব্যবহার করা হবে। নতুন এই উড়োজাহাজগুলোতে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি, যা মাত্র চার মিনিটেই এয়ারক্রাফট এর ভিতরের বাতাসকে ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু থেকে মুক্ত করবে।
দুই আসনের মধ্যবর্তী স্থানে পর্যাপ্ত জায়গা, এলইডি লাইটিং এবং প্রশস্ত জানালা থাকায় ভ্রমণ হবে আরামদায়ক ও আনন্দময়।
বিস্তারিত জানতে বিমানের ওয়েবসাইট ও ফেসবুক পেইজে যোগাযোগ করতে পারেন।
বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com
বিমান ফেসবুক পেইজ: https://www.facebook.com/bimanbalaka/?modal=admin_todo_tour
আরও পড়ুন
নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
ভারতীয় হাইকমিশনে ড. মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
সচিবালয়ের আগুনে ৫ মন্ত্রণালয়ের ‘কোনো নথি পোড়েনি’