গোবিন্দগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। রবিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক বুলবুল ইসলাম।
স্থানীয়রা জানান, রবিবার গ্রামের যুবকরা মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উভয় পক্ষই লাঠিসোটা ও ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান নিয়ে আছেন। যেকোনো মুহূর্তে আবারও বড় ধরনের সংঘর্ষের ঘটনার ঘটতে পারে।
গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, ক্রিকেট খেলার সময় জিরাই পান্তমারী ও গোপালপুর গ্রামবাসীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক বুলবুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
তিনি আরও বলেন, সংঘর্ষে ও ইটপাটলের আঘাতে ২১ জন আহত হয়। তারা বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসাধীন রয়েছেন।
—-ইউএনবি
আরও পড়ুন
সিলেটে ছাত্রদল নেতার মৃত্যুদন্ডের রায় বাতিলের দাবিতে জাফলংয়ে মিছিল সমাবেশ
পীরগঞ্জে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গড়ে উঠছে নতুন অবৈধ ইটভাটা
খুলনায় অভ্যুত্থানে শহীদদের স্মরণে দুস্থদের মাঝে খাবার বিতরণ