ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার বাংলাদেশে আনুষ্ঠানিক সফর সূচি শেষ করার আগে তুরাগ নদে নৌকা ভ্রমণ করেছেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ম্যাক্রোঁর নৌকাভ্রমণ নির্ধারিত ছিল না তবে তিনি এ ভ্রমণ উপভোগ করেছেন।
ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন মন্ত্রী হাছান মাহমুদ ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
ড. হাছান তার ফেসবুক প্রোফাইলে দুটি ছবি আপলোড করে লিখেছেন, ‘ঢাকার তুরাগ নদে নৌকা ভ্রমণের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সেলফি। তিনি নৌকা ভ্রমণ অনেক উপভোগ করেছেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সংক্ষিপ্ত সফরে রবিবার সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকায় আসেন। গত তিন দশক পর এটিই কোনো ফরাসি প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর।
প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট মিটাররান্ড সর্বশেষ ১৯৯০ সালের ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করেছিলেন।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।
এর আগে রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আয়োজিত ভোজসভায় যোগ দেন তিনি। দুই নেতা সহযোগিতা বাড়ানোর জন্য কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সই করেন।
—-ইউএনবি
আরও পড়ুন
সাংবাদিকদের সাথে রংপুর পুলিশ সুপারের মতবিনিময়
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে
শীতে শিশুদের সুস্থ রাখবে যেসব খাবার