মৃদু কম্পনের মাত্র ৬ দিন পর রবিবার ঢাকার বিভিন্ন অংশে আরেকটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের হালনাগাদ তথ্যে জানা গেছে, রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পটি দুপুর ১২টা ৪৯ মিনিটে অনুভূত হয়, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
এতে আরও বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার থেকে ৫৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে টাঙ্গাইল জেলায়।
এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে গত ৯ সেপ্টেম্বর সিলেট অঞ্চলের কিছু অংশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
ভারতের আসামের কাছাড় জেলায় রিখটার স্কেলে ৪ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
ইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে থাকবে বিএনপি: এডভোকেট আহমেদ আযম খান
জিআই পণ্য টাঙ্গাইল মধুপুরের আনারসের বাম্পার ফলন: ২০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা
লোভাছড়া চা বাগানে শতবর্ষের ঝুলন্ত সেতু