December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 17th, 2023, 7:23 pm

জায়েদ খানের ‘ভক্ত’ পূজা চেরী

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। বরাবর এই নায়ককে নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই বলেন তার কোনো ভক্ত নেই। তবে এবার জানা গেল জায়েদ খানের ভক্ত ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী! বাস্তবে পূজা জায়েদ খানের ভক্ত কিনা সে সম্পর্কে জানা না গেলেও সিনেমার পর্দায় এবার তাই দেখা যাবে। ‘লিপস্টিক’ সিনেমায় জায়েদ খানের ভক্ত হিসেবে দেখা যাবে ঢালিউডের বর্তমান প্রজন্মের অভিনেত্রী পূজা চেরীকে। রোববার (১৭ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ‘লিপস্টিক’ শিরোনামের এই সিনেমার শুটিং।

সিনেমার গল্পে দেখা যাবে শুটিং করতে গ্রামে গেছেন জায়েদ খান। সেখানে ভক্ত হিসেবে ধরা দেবেন নায়িকা পূজা চেরী। এ সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। প্রথমবারের মতো সিনেমায় কাজ করতে যাচ্ছেন পূজার সঙ্গে।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, আজ (রবিবার) থেকে শুটিং শুরু হচ্ছে। এ সিনেমায় আমি আমার নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি। এটা আমার ক্যারিয়ারের জন্য মাইলফলক। এমন একটি কাজের সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। আর এখানে আমার ভক্তের চরিত্রে অভিনয় করছেন পূজা চেরী। পূজা চেরী ভীষণ ট্যালেন্টেড শিল্পী এবং তার খুব পছন্দের অভিনেত্রী। এই নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার এবং ভক্ত চরিত্রে পেয়ে বেশ উচ্ছ্বসিত জায়েদ খান বলেও জানান। ‘লিপস্টিক’ শিরোনামের এই সিনেমায় আরও অভিনয় করছেন আদর আজাদ ও মিশা সওদাগর।