December 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 4th, 2021, 8:16 pm

ডেঙ্গুতে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়ালো

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

এডিস মশাবাহিত ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। শনিবার (৪ঠা সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৫১ জন। এর মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন ও চলতি মাসের ৪ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচজন মারা গেছেন। এদিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৩২ জন ঢাকার ও ৩৩ জন ঢাকার বাইরের। এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৭৩ জনে। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে এক হাজার ১৩৭ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ৩৩ জন ভর্তি রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার (৪ঠা সেপ্টেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১১ হাজার ৫০১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ১৭৪ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ জন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২৬৫ জনের রাজধানী ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৮১ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৫১ জন রোগী ভর্তি হন। এছাড়াও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ৩৩ জন ভর্তি হয়েছেন। চলতি বছর এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন ও চলতি মাসের এখন পর্যন্ত এক হাজার ১৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।