অনলাইন ডেস্ক :
খুলনার একটি বিস্ফোরক মামলায় হেফাজতের সাবেক নেতা মামুনুল হকের বিরুদ্ধে ১০ই অক্টোবর অভিযোগপত্র গঠনের দিন ধার্য করেছে আদালত। রবিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় খুলনার মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দেন।
এর আগে, সকালে খুলনা জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে নেয়া হয় মামুনুল হককে।
২০১৩ সালে পুলিশের করা একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলার অভিযোগ গঠন হবে ১০ই অক্টোবর। গত শুক্রবার মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে খুলনা জেলা কারাগারে নেয়া হয়। আইনজীবীরা জানান, ২০১৩ সালের ২২শে ফেব্রুয়ারি ইসলাম অবমাননার প্রতিবাদে ইসলামী কয়েকটি দল নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে পুলিশ।
আরও পড়ুন
হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে লন্ডনে ফ্ল্যাট উপহার নিয়েছিলেন টিউলিপ
মেকআপ আর্টিস্টকে বিয়ের খবর ভাইরাল,এখনো হয়নি দাবি তাহসান এর
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত