November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 5th, 2021, 7:09 pm

১২ সেপ্টেম্বরই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার (০৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগে আন্ত:মন্ত্রণালয় সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ১২ সেপ্টেম্বর শুরুতে ২০২১ সালে এবং পরের বছর ২০২২ সালে যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী তারা প্রতিদিন ক্লাস করবে। প্রাথমিকে পঞ্চম শ্রেণি প্রতিদিন ক্লাস করবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস এবং মাধ্যমিকের ৬ষ্ঠ, সপ্তম, নবম শ্রেণির ক্লাস হবে সপ্তাহে এক দিন।

তিনি বলেন, পর্যায়ক্রমে সকল শ্রেণির ক্লাস এক দিন থেকে ২-৩ দিনে নেয়া হবে। পরে প্রতিদিন ক্লাস হবে।

মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় বিষয়ে সিন্ডিকেট সিদ্ধান্ত নেবে। তাদের সাথে আমিও বসবো। টিকার বিষয় আছে, হয়তো অক্টোবরে তারা শুরু করতে পারে।

আরেক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, জেএসসি, জেডিসি ও পিএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখবো। যাতে পরীক্ষা নিতে পারি। সকল বার্ষিক পরীক্ষা নেয়ার প্রস্তুতি নেয়া থাকবে।

তিনি বলেন, ১২ বছরের উপরে টিকা দেয়ার ব্যাপারে চিন্তাভাবনা আছে। টেকনিক্যাল কমিটির পরামর্শ অনুযায়ী টিকা দেয়ার সিদ্ধান্ত হবে। তবে টিকা পাওয়া সাপেক্ষে টিকা দেয়া হবে।