December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 24th, 2023, 8:52 pm

তুরস্কে পৌঁছালো ইউক্রেনের গমের দ্বিতীয় চালান

অনলাইন ডেস্ক :

রাশিয়ার হুমকি উপেক্ষা করে কৃষ্ণ সাগর হয়ে তুরস্কে পৌঁছেছে ইউক্রেনীয় গমের দ্বিতীয় চালান। পালাউ-পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার আরোয়াট ১৭ হাজার ৬০০ টন গম নিয়ে গত শুক্রবার বন্দর শহর চোরনোমর্স্ক ছেড়ে মিসরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রোববার (২৪ সেপ্টেম্বর) এটি ইস্তানবুলে পৌঁছায়। যুদ্ধের জেরে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রফাতানিতে বাধা দেয় রাশিয়া। এতে বিশ্বজুড়ে খাদ্য সরবরাহে ব্যাপক ঘাটতি দেখা দেয়। সংকট সমাধানে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্ততায় ইউক্রেনের শস্য রপ্তানিতে একটি চুক্তিতে রাজ হয় রাশিয়া।

তবে গত জুলাইয়ে সেই চুক্তি থেকে সরে আসে মস্কো। এতে ফের বিপাকে পড়ে বিশ্ব। ইউক্রেন এখন শস্য রপ্তানিতে নতুন রুটের পরীক্ষা চালাচ্ছে। ন্যাটো সদস্য বুলগেরিয়া এবং রোমানিয়ার দ্বারা নিয়ন্ত্রিত এই রুটগুলো আন্তর্জাতিক জলসীমার বাইরে। মেরিন ট্র্যাফিক এবং ভেসেল ফাইন্ডার ওয়েবসাইট অনুসারে, রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে আরোয়াট জাহাজটি বসফরাস প্রণালীর দক্ষিণে অবস্থান করছিল। এটি ভূমধ্যসাগরে পৌঁছানোর জন্য ডার্দানেলেস প্রণালীর দিকে এগোচ্ছিল। সূত্র: ফ্রান্স২৪