December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 25th, 2023, 7:04 pm

নাটোরে ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত

নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় অভি রহমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মিলু নামে আরও একজন।

রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নিংগইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অভি ছাতারদিঘী ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের শওকত আলীর ছেলে। তিনি সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, অভি তার বন্ধু মিলুর সঙ্গে মোটরসাইকেলে সিংড়া থেকে নাটোর শহরে যাওয়ার সময় নিংগইন এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় মোটরসাইকেল চালক মিলু ছিটকে রাস্তার পাশে পড়ে আহত হয়। কিন্তু অভি ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আহত মিলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

—-ইউএনবি