December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 26th, 2023, 8:33 pm

ভারতের ভিসা পেল পাকিস্তান

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপে অংশগ্রহণকারী একটি দল ছাড়া অন্যান্যের ভিসা হয়ে গিয়েছিল। সেই দলটি ছিল পাকিস্তান। দলটির সদস্যদের পাসপোর্ট আটকে ছিল ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসে। যদিও আজ বুধবার বাবর আজমের দলের দুবাই হয়ে ভারতের হায়দরাবাদের উদ্দেশে উড়াল দেওয়ার কথা। এ অবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে বৈশ্বিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বরাবর অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশ্য সেই নালিশের নিষ্পত্তিও হয়ে গেছে গত সোমবার রাতে, ভিসা মিলেছে পাকিস্তান দলের। ইসলামাবাদের ভারতীয় দুতাবাস থেকে ভিসা সংগ্রহ করতে বলা হয়েছে বলেও নিশ্চিত করেছে পিসিবি। তাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ বুধবার দুবাইয়ে হয়ে পরদিন হয়তো ভারতের হায়দরাবাদে পৌঁছাবে ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলটি।

দুই প্রতিবেশী দেশের শত্রুতা নতুন কিছু নয়। তবে এই রাজনৈতিক বৈরিতায় আক্রান্ত খেলার মাঠও। গত সাফ ফুটবলে একেবারে শেষ মূহূর্তে পাকিস্তান দলকে ভিসা দিয়েছিল ভারত। পাকিস্তানের বিশ্বকাপ দলেরও পরিণতি একই হয় কিনা, তা নিয়ে উদ্বেগ ছিল দেশটির ক্রিকেটাঙ্গনে। সেই উদ্বেগ কাটলেও ‘টিম বন্ডিং’য়ের জন্য দুই দিন দুবাই থাকার পরিকল্পনা বাদ দিতে হয়েছে পাকিস্তানকে। ২৯ সেপ্টেম্বর হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে গা গরমের ম্যাচ আছে বাবর আজমদের। ভিসা পাওয়ায় আজ বুধবার বিশ্বকাপ খেলতে দেশ ছাড়তে পারে পাকিস্তান। তবে গত সোমবার অফিস সময় শেষেও ভিসা না পাওয়ায় ঝুঁকির মুখে ছিল তাদের নতুন সফর পরিকল্পনাও। দুবাইয়ে ‘টিম বন্ডিং’ না হলেও প্রথম গা গরমের ম্যাচের আগে ভারতে পৌঁছাতে পারছেন বাবররা।