অনলাইন ডেস্ক:
আওয়ামী লীগের বিবাদমান তিন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বানকে কেন্দ্র করে নোয়াখালী পৌর এলাকায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা চলছে।
সোমবার (৬ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
এ সময় জেলা শহর মাইজদী, দত্তেরহাট, সোনাপুর সহ পৌর এলাকায় সব ধরণের সভা-সমাবেশ, মিছিল-র্যালি-শোভাযাত্রা এবং রাজনৈতিক প্রচার নিষিদ্ধ করা হয়েছে। শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।
আরও পড়ুন
“বৃটেনের কার্ডিফে স্পেশাল ক্বিরাত ও তাজবীদ কোর্স ২০২৫’র সমাপনী পুরস্কার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন
টাঙ্গাইলে দুদকের গনশুনানী অনুষ্ঠিত
৭ দফা দাবিতে রংপুরে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্মারকলিপি প্রদান