December 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 6th, 2021, 12:37 pm

লিবিয়ায় জেল থেকে মুক্তি পেলো গাদ্দাফির ছেলে

অনলাইন ডেস্ক :

লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়ামার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি জেল থেকে মুক্তি পেয়েছেন। রোববার দেশটির বিচার মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপি’কে এ খবর নিশ্চিত করেছে। তিনি এখনও দেশে আছেন কি-না সে সম্পর্কে কিছু বলা হয় নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, তিনি ইতোমধ্যে তুরস্ক যাত্রা করেছেন।
প্রসিকিউটরের কার্যালয় থেকে বলা হয়েছে, দেশে থাকা কিংবা দেশ ছেড়ে যাওয়া উভয় শর্তেই তাকে মুক্তি দেয়া হয়েছে।
উল্লেখ্য, পিতা মুয়ামার গাদ্দাফির শাসনামলে সাদি গাদ্দাফি (৪৭) তার প্লে বয় লাইফ স্টাইলের জন্যে বিখ্যাত ছিলেন। তাকে ত্রিপোলির কারাগারে বন্দী রাখা হয়।
মুয়ামার গাদ্দাফি ২০১১ সালে জনবিক্ষোভের মুখে ক্ষমতা হারান এবং পরে তাকে হত্যা করা হয়।