January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 9th, 2023, 2:29 pm

হামাসের আকস্মিক হামলা-ইসরায়েলি প্রতিক্রিয়ায় নিহত ১০০০ ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক :

ইসরায়েলি সরকার রবিবার হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছে। হামাসের আকস্মিক আক্রমণের প্রতিশোধ নেওয়ার জন্য ‘উল্লেখযোগ্য সামরিক পদক্ষেপের’ জন্য সবুজ সংকেত দিয়েছে। কারণ, সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলের শহরগুলোতে এখনও যোদ্ধাদের দমন করার চেষ্টা করছে এবং গাজা উপত্যকায় বোমাবর্ষণ জোরদার করেছে ইসরায়েল।

এতে উভয় পক্ষের এক হাজার ১০০ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে।

হামাস গাজা থেকে নজিরবিহীন আক্রমণ শুরু করার ২৪ ঘন্টারও বেশি সময় পরে ইসরায়েলি বাহিনী সোমবার সকালেও বেশ কয়েকটি স্থানে লুকিয়ে থাকা হামাস যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে। ইসরায়েলের কমপক্ষে ৭০০ মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। কয়েক দশকের মধ্যে এমন পরিস্থিতিতে পড়েনি দেশটি। অন্যদিকে গাজায় ৪০০ জনেরও বেশি নিহত হয়েছে।